"> ট্রাম্প মনোনীত ব্যক্তিদের ওপর বোমা হামলার হুমকি! ট্রাম্প মনোনীত ব্যক্তিদের ওপর বোমা হামলার হুমকি! – doiniksabujbiplob.com
  1. info@doiniksabujbiplob.com : News Dex : News Dex
  2. arrayitlimited@gmail.com : sony :
  3. maswapan2021@gmail.com : maswapan :
  4. nazmulalam.nan@gmail.com : nazmulalam :
  5. dailysabujbiplob@gmail.com : tuhin02 : news dex
  6. royellab@gmail.com : masterid :
  7. tuhin77th@gmail.com : tuhin :
December 5, 2024, 8:09 am

ট্রাম্প মনোনীত ব্যক্তিদের ওপর বোমা হামলার হুমকি!

Reporter Name
  • Update Time : Thursday, November 28, 2024
  • 19 Time View

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা ও হোয়াইট হাউজ টিমের জন্য মনোনীত ব্যক্তিদের লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এফবিআই জানিয়েছে, তারা ‘বহু বোমা হামলার হুমকি’ এবং ‘হয়রানি ঘটনার’ বিষয়ে অবগত। 

গত মঙ্গলবার রাত ও বুধবার কমপক্ষে নয়জনকে এই ধরনের হয়রানিমূলক হুমকি দেওয়া হয়েছে। যাদেরকে হুমকি হয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্যক্তি।তাদের প্রতিরক্ষা, আবাসন, কৃষি এবং শ্রম বিভাগের নেতৃত্ব প্রদানের জন্য নির্বাচন করা হয়ছে। বাকিদের মাঝে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীতরাও রয়েছেন। ওই দুই দিন কী হয়েছিল, সেই ঘটনার তদন্ত করছে পুলিশ।

ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা নিজেরাসহ পরিবারও সহিংস হুমকির শিকার’ হয়েছেন।তিনি আরো বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে।’

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের জন্য উদাহরণ। তিনি প্রমাণ করেছেন, বিপজ্জনক হুমকি এবং সহিংসতা আমাদের দমাতে পারবে না।’ জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনীত প্রার্থী নিউইয়র্কের রিপাবলিকান এলিস স্টেফানিক প্রথমে জানিয়েছিলেন, ‘তার পারিবারিক বাড়িতে বোমা হামলার হুমকির দেওয়া হেয়েছে।’

তার অফিস জানায়, ওয়াশিংটন ডিসি থেকে নিউইয়র্কে থ্যাঙ্কসগিভিং-এর জন্য যাওয়ার সময়, তার স্বামী এবং তিন বছরের ছেলের সঙ্গে গাড়িতে থাকা অবস্থায় তাকে হুমকি দেওয়া হয়। ডিফেন্স সেক্রেটারি হিসেবে মনোনীত পিট হেগসেথও পরে বলেন, তাকেও লক্ষ্য করা হয়েছে।

মার্কিন গণমাধ্যম অনুযায়ী, এই সপ্তাহে যারা লক্ষ্যবস্তু ছিলেন, তারা কেউই মার্কিন সিক্রেট সার্ভিস দ্বারা সুরক্ষিত ছিলেন না। ডোনাল্ড ট্রাম্প পরিবেশগত সুরক্ষা সংস্থার প্রশাসক হিসেবে মনোনীত করেছেন লি জেলডিন, যিনি নিশ্চিত করেছেন তাকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। 

ডোনাল্ড ট্রাম্পের আবাসন বিভাগের জন্য মনোনীত স্কট টার্নার এবং শ্রম সচিব হিসেবে মনোনীত লরি চ্যাভেজ-ডেরেমারও সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, তাদের ওপরও হামলার হুমকি দেওয়া হয়।

মার্কিন অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন থেকে নাম প্রত্যাহার করে নেওয়া ফ্লোরিডার রিপাবলিকান ম্যাট গেটজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বিবিসি’র মার্কিন সহযোগী সিবিএস নিউজকে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের কমার্স সেক্রেটারি হিসেবে মনোনীত হাওয়ার্ড লুটনিকের নিউ ইয়র্কের বাড়িতেও হুমকি দেওয়া হয়েছে। প্যাম বন্ডি, যিনি ম্যাট গেটজের পরিবর্তে ট্রাম্পের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। তাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুসি উইলসও এই তালিকায় আছেন।

ফক্স নিউজ জানিয়েছে, সিআইএ পরিচালক হিসেবে ট্রাম্পের মনোনীত জন র‍্যাটক্লিফও হুমকির শিকার হয়েছেন। সাম্প্রতিক সময়ে এই ধরনের ভুয়া কৌশল অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবহার করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলাগুলো পরিচালনাকারী বিচারক ও প্রসিকিউটরদেরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাগুলোর বিষয়ে অবগত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ। বিবৃতিতে বলা হয়েছে, ‘হোয়াইট হাউজ ফেডেরাল আইন প্রয়োগকারী সংস্থা ও প্রেসিডেন্ট-ইলেক্টের দলের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’

মার্কিন কংগ্রেসের নিরাপত্তার দায়িত্বে থাকা ক্যাপিটল পুলিশ জানিয়েছে, তারা ফেডেরাল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে ‘হয়রানির’ বিষয়ে কাজ করছে। তবে যাতে অন্য কেউ একই প্রক্রিয়া অনুকরণ করে হুমকি না দেয়, সেজন্য তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

গত বছর বড়দিনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের হয়রানি করা হয়েছিলো। তাদের বেশিরভাগই রিপাবলিকান ছিলেন, তবে কিছু ডেমোক্র্যাটও লক্ষ্যবস্তু হয়েছিলেন। 

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
  • dailysabujbiplob@gmail.com
Theme Customization By onlinechannel.Com