">
নিজস্ব প্রতিবেদকঃ ‘আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই তো এই ক্যান্টনমেন্ট! আমি এই ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা! সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করা লাগবে না। যেদিন সুযোগ পাব বের করে দেব। বের করে দিয়েছি।’
গত বছর ২ অক্টোবর ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাসভবন থেকে উচ্ছেদ প্রসঙ্গে এই স্বীকারোক্তি করেছিলেন; যদিও ক্যান্টনমেন্টের ওই ঘটনার চার বছর আগে ২০০০ সালে প্রধানমন্ত্রী থাকার সময় তিনি ওই ভবন থেকে জিয়া পরিবারকে উচ্ছেদের উদ্যোগ নিয়েছিলেন।
২০০৯ সালের এপ্রিল মাসেও শেখ হাসিনা সংসদে তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে বাড়িটি ছেড়ে দিতে বলেছিলেন। জানিয়েছিলেন, বাড়িটি ছেড়ে দিলে সেখানে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা পরিবারগুলোর পুনর্বাসন করা হবে। পরিবারপ্রতি দুটি ফ্ল্যাট দেওয়া হবে। একটি ওই পরিবারটির আবাসনের জন্য, অন্যটি ভাড়া দিয়ে তাদের জীবিকা নির্বাহের জন্য দেওয়া হবে।
Leave a Reply