">
তথ্যও প্রযুক্তি ডেস্ক ইলন মাস্কের টুইটার কেনার প্রস্তাবে সমর্থন নেই টুইটারের পরিচালনা পর্ষদের। তাঁর টুইটার কেনার প্রচেষ্টা যাতে সফল না হয় তা নিশ্চিত করতে ‘পয়জন পিল’ নামের এক প্রতিরোধমূলক ব্যবস্থাও হাতে নিয়েছে টুইটার। শেয়ারহোল্ডারদের ক্ষমতা কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আওতায় কেউ টুইটারের ১৫ শতাংশের বেশি শেয়ার কিনতে পারবে না।এই ব্যবস্থা ২০২৩ সালের ১৪ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।
প্রতিরক্ষামূলক এই ব্যবস্থার পুরো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনের কাছে জমা দিয়েছে টুইটারের পরিচালনা পর্ষদ। কম্পানির পরিচালকদের ইচ্ছার বিরুদ্ধে কম্পানি অধিগ্রহণের চেষ্টাকে নেতিবাচক হিসেবেই দেখা হয়। মাস্কের টুইটার কেনার অযাচিত প্রস্তাব ঠেকাতে ‘পয়জন পিল’-এর সাহায্য নিচ্ছে টুইটার। এটা অধিগ্রহণ ঠেকানোর সর্বশেষ রাস্তাগুলোর একটি।যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনের সাবেক কর্মী জস হোয়াইট জানিয়েছেন, টুইটারের পুরো মালিকানা কিনে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক। টুইটারের পরিচালনা পর্ষদের সদস্যরা মনে করছেন, টুইটারের বাজারমূল্য ইলন মাস্কের প্রস্তাবিত মূল্যের চেয়ে অনেক বেশি।সম্প্রতি টুইটারের পুরো মালিকানা চার হাজার ৩৪০ কোটি ডলারে কিনে নেওয়ার প্রস্তাব দেন ইলন মাস্ক। টুইটার কেনার প্রস্তাব প্রত্যাখ্যাত হতে পারে—এমন আশঙ্কা থেকে ‘প্ল্যান বি’ও ভেবে রাখার কথা জানিয়েছেন তিনি।
Leave a Reply