| বঙ্গাব্দ
add1
add7

কাতারে থাকা বাংলাদেশি কর্মীদের সতর্ক করল দূতাবাস

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 23-09-2025 ইং
  • 11948 বার পঠিত
কাতারে থাকা বাংলাদেশি কর্মীদের সতর্ক করল দূতাবাস
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বিশেষ প্রতিবেদকঃ অযাচিত অর্থ আদায়ের বিষয়ে প্রবাসী কর্মীদের সতর্ক করেছে কাতারের বাংলাদেশের দূতাবাস। 

মঙ্গলবার দূতাবাস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হ‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন শপিংমলসহ অন্যান্য জায়গায় পার্কিংয়ে যারা কার ওয়াশিংয়ের কাজে নিয়োজিত রয়েছেন, তাদের মধ্য থেকে কতিপয় বাংলাদেশিকে আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী। যদিও তাদের বৈধ কাতার আইডি ও কাজের অনুমতি রয়েছে।

এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, কতিপয় ক্লিনিং কোম্পানির নিযুক্ত কিছু কর্মী কাতার সরকারের নিয়ন্ত্রণাধীন পার্কিংয়ে কার ওয়াশিংয়ের কাজে নিয়োজিত রয়েছেন। তারা পার্কিংয়ে গাড়ি আসা মাত্র কার ওয়াশের জন্য গাড়ির কাচে ‘নক’ করেন। তারা গাড়িতে বসা যাত্রীদের বিরক্ত করেন এবং কার ওয়াশ করতে না চাইলে অযাচিতভাবে অর্থ দাবী করেন, যা অনভিপ্রেত।

দূতাবাস জা‌নি‌য়ে‌ছে, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরীভূত হওয়ায় তারা পাবলিক পার্কিংয়ে কার ওয়াশে নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এ ধরনের অযাচিত সমস্যা এড়িয়ে চলতে কার ওয়াশিং কোম্পানি এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
add5
add10
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সবুজ বিপ্লব | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় মােজোহোস্ট