নিজস্ব সংবাদদাতাঃ পিরোজপুর ২ আসনের বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী জননেতা মোহাম্মদ জুয়েল মৃধা বিভিন্ন পূজামন্ডপ ঘুড়ে দেখেন ও বিভিন্ন মন্দিরের সমস্যা সমাধানের জন্য কাজ করবেন বলে জানান। এ সময় তার সাথে ধাওয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন ঘাটে প্রতীমা বিসর্জন দেওয়া হয়। উৎসব ঘিরে ছিল যেমনি আনন্দের ও উৎসবমুখর পরিবেশের।
আবার তেমনি বুধবার বিকাল ও বৃহস্পতিবার সকাল থেকে সব পূজামণ্ডপেই ছিল বিষাদের ছায়া। হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে মন খারাপের দিন। ঢাক-কাঁসরের বাদ্যি-বাজনা, রাত্রি উজ্জ্বল করা আরতি ও পূজারি-ভক্তদের পূজা-অর্চনায় কেবলই মা দুর্গার বিদায়ের আয়োজন। মন্দিরে মন্দিরে বাজে বিদায়ের সুর। শুভ বিজয়া দশমী। সনাতনী সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। মর্ত্যলোক ছেড়ে বিদায় নেবেন মা। অশ্রুসজল চোখে বিসর্জন দেয়া হবে প্রতিমা। এতে ভেঙে যাবে পাঁচ দিনের সার্বজনীন মিলনমেলা।
উল্লেখ্য, এ বছর ভান্ডারিয়া উপজেলায় মোট ৪৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়।