নিজস্ব প্রতিবেদকঃ অনিয়ম ও দুর্নীতির কারণে দীর্ঘদিন ধরে গ্রাহকের টাকা ফেরত দিতে না পারায় বাংলাদেশ ব্যাংক দেশে নয়টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে এসব প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি ও অদক্ষ ব্যবস্থাপনার ফলে আর্থিক সংকট চরমে পৌঁছায়।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ প্রাতিষ্ঠানিক আমানত আটকে আছে। শুধু পাঁচটি মার্জারপ্রাপ্ত দুর্বল ব্যাংকের কাছেই প্রায় ৩৭ হাজার কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) রয়েছে। এছাড়া ২০টি দুর্বল এনবিএফআই-তে আটকে আছে আরও ১৬ হাজার কোটি টাকার বেশি আমানত, যার মধ্যে ৯টি প্রতিষ্ঠানকে “অতি দুর্বল” হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এসব দুর্বল প্রতিষ্ঠানের মধ্যে আছে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, আভিভা ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স। এসব প্রতিষ্ঠানের ঋণ খেলাপির হার ৫৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত, আর ক্ষতির পরিমাণ শত কোটি থেকে কয়েক হাজার কোটি টাকায় পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু ব্যাংকের কাছেও বিপুল অঙ্কের টাকা আটকে আছে। যেমন—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাছে ১০ হাজার ১৮৫ কোটি, ইউনিয়ন ব্যাংকের কাছে ৮ হাজার ৬৩১ কোটি, এক্সিম ব্যাংকের কাছে ৮ হাজার ১৫৭ কোটি, সোস্যাল ইসলামী ব্যাংকের কাছে ৫ হাজার ৭৯১ কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের কাছে ৪ হাজার ৫৬৮ কোটি টাকার দাবি রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক প্রভাব, কমিশন বাণিজ্য ও অতিরিক্ত সুদের লোভে পড়ে এসব প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়ে। সোস্যাল ইসলামী ব্যাংকের সাবেক এমডি শফিকুর রহমান বলেন, “শুধু কমিশন নয়, রাজনৈতিক প্রভাব এবং অনৈতিক লেনদেনই এসব প্রতিষ্ঠানের পতনের মূল কারণ।”
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রতিষ্ঠানগুলো কোথায় টাকা রাখবে তা তাদের নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু দুর্নীতি বন্ধ না হলে এ ধরনের সংকট থেকে মুক্তি পাওয়া কঠিন।
চলমান এই পরিস্থিতি দেশের আর্থিক খাতে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, আর সাধারণ আমানতকারীরা এখন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হিসেবে বিবেচিত হচ্ছেন।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |