| বঙ্গাব্দ
add1
add7

রাজউকের প্লট কেলেঙ্কারি: আত্মসমর্পণের নাটক করে পালালেন সাবেক সদস্য খুরশীদ আলম

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 15-10-2025 ইং
  • 6916 বার পঠিত
রাজউকের প্লট কেলেঙ্কারি: আত্মসমর্পণের নাটক করে পালালেন সাবেক সদস্য খুরশীদ আলম
ছবির ক্যাপশন: খুরশীদ আলম

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণের আবেদন করেও আদালত থেকে পালিয়ে গেছেন রাজউকের সাবেক সদস্য (স্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম। 

বুধবার (১৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। সেদিন সকালে খুরশীদ আলম তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণের আবেদন ও জামিনের আবেদনপত্র জমা দেন। কিন্তু বিচারক আদালতে ওঠার আগেই তিনি হঠাৎ আদালত এলাকা থেকে গা ঢাকা দেন। দুদকের প্রসিকিউশন শাখা সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে থাকা তিনটি মামলার শুনানি সেদিনই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে দুদক রাজউকের পূর্বাচল প্লট বরাদ্দ সংক্রান্ত ছয়টি পৃথক মামলা করে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন।

গত ৩১ জুলাই এসব মামলার তিনটির অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বাকি তিন মামলায় অভিযোগ গঠন করেন বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম। প্রতিটি মামলায় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে অযোগ্য হয়েও ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন। এ ঘটনায় রাজউকের তৎকালীন কর্মকর্তা খুরশীদ আলম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
add5
add10
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সবুজ বিপ্লব | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় মােজোহোস্ট