| বঙ্গাব্দ
add1
add7

বায়োগ্যাস ও ভার্মিকম্পোস্টে দক্ষতা বাড়াতে আশা’র উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 17-06-2025 ইং
  • 230883 বার পঠিত
বায়োগ্যাস ও ভার্মিকম্পোস্টে দক্ষতা বাড়াতে আশা’র উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফাইল ফটো

জেলা প্রতিবেদকঃ দিনাজপুরের( বীরগঞ্জ) জেলার আশা'র সদস্যদের বায়োগ্যাস ও ভার্মিকম্পোস্ট প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন (মঙ্গলবার ) বীরগঞ্জ পৌর শহরের বেইস মিতালী মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।  

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় দিনাজপুর (বীরগঞ্জ) জেলার আশা’র সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার সবুজ রেমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম।
পরে প্রশিক্ষণে বায়োগ্যাস বিষয়ক সেশন পরিচালনা করেন আশা’র টেকনিক্যাল অফিসার মো. শাহিন শেখ এবং ভার্মিকম্পোস্ট বিষয়ক সেশন পরিচালনা করেন সিনিয়র ট্রেইনার সাজুদুল ইসলাম সাজু। এ সময় আরও উপস্থিত ছিলেন আশা'র দিনাজপুরের (বীরগঞ্জ) জেলার এসই মোস্তাফিজুর রহমান, বীরগঞ্জ -১  ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার সুমন দাস প্রমুখ।

প্রশিক্ষণে দিনাজপুর (বীরগঞ্জ)  জেলার আশা’র ২৬টি ব্রাঞ্চের বায়োগ্যাস ও ভার্মিকম্পোস্ট প্রকল্পের ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
এই প্রশিক্ষণ কর্মশালায় উদ্যোক্তারা জৈব সার ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে তাদের দক্ষতা বৃদ্ধির বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
add5
add10
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সবুজ বিপ্লব | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় মােজোহোস্ট