• রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ সুষ্ঠ ভোটে ডিজিটাল পদ্ধতি দরকার  অভয়নগরে শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ অভয়নগরে সরকারীভাবে ধান চাল সংগ্রহের উদ্বোধন অভয়নগরে মেধা অন্বেষন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত অভয়নগরে দুদক কর্তৃক সততা স্টোরের অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ আশুলিয়া টু চান্দুরা চৌরাস্তা যানজটের দুর্ভোগ,,,  অভয়নগরে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানকে সংবর্ধনা যশোর গোয়েন্দা শাখা (ডিবি)অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশী মদ উদ্ধার সহ আটক -১ অভয়নগরে পায়রাহাট ইউনাইটেড কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি অর্জনে আনন্দ শোভাযাত্রা নড়াইলের ইউপি চেয়ারম্যান  মোস্তফা কামাল’কে গুলি করে হত্যাকান্ডের ঘটনায় আটক -৪ সুষ্ঠ ভোটে ডিজিটাল পদ্ধতি দরকার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় ছয় জনের মরদেহ উদ্ধার ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন মামুনুল হক যুক্তরাষ্ট্র সিরিজ খেলা হচ্ছে না তাসকিনের, বিকল্প ভাবনায় হাসান দুই সিনেমা নিয়ে ফিরছেন আফরান নিশো

ঝিনাইদহের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৪ জন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের চারাতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

আহতরা হলেন- উপজেলার হরিণাকুণ্ডু গ্রামের জেরিন (১৫), সুজন (৩১), শাকিল (২২), আলিম (২৬), রওশন আরা (৫৫), হরিশপুর গ্রামের ইকবাল (২০), পায়রাডাঙ্গা গ্রামের আবু বকর (৭০), রামনগর গ্রামের রজনী (২০), শিতলী গ্রামের মনির উদ্দিন (৪০), রামদিয়া গ্রামের চামেলী খাতুন (৫০), নারায়ণকান্দি গ্রামের আলমগীর হোসেন (৪০), একই গ্রামের সুমাইয়া (১৮), গোবিন্দপুর গ্রামের আব্দুল্লাহ (২০) ও পোলতাডাঙ্গা গ্রামের হাফিজ উদ্দিন (৩০)। এদের মধ্যে রওশন আরা ও চামেলী খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা জানা গেছে, শুক্রবার ঝিনাইদহ থেকে হরিণাকুণ্ডুর উদ্দেশে ছেড়ে আসা আরআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-০৪-০৪১৫) চারাতলা নামক স্থানে পৌঁছালে সামনের ডান পাশের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে।

হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বাসটিতে ৩৫-৪০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৪ জন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.