• শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ শি জিনপিংকে কিয়েভে আমন্ত্রণ জানালেন জেলেনস্কি যুক্তরাষ্ট্রে দু’টি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৯ স্ব-আরোপিত নির্বাসন থেকে দেশে ফিরলেন বলসোনারো ডিমের মূল্যবৃদ্ধিতে মার্কিন কোম্পানির মুনাফা ৭০০ শতাংশ! গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় মার্কিন সাংবাদিক আটক জাহাঙ্গীরের মেয়র পদ নিয়ে রায়ের দিন পিছিয়ে মঙ্গলবার ধার্য দেশের বিভিন্ন জায়গায় ঝড়ের আভাস সাংবাদিক হয়রানি, আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ ১২ দেশের উদ্বেগ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার সময়োচিত সংস্কারের প্রশংসায় ব্লুমবার্গ এই ঈদেও পদ্মা সেতুতে বাইক চলবে না, বিকল্প শিমুলিয়া জামিন আবেদন নামঞ্জুর, সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ৫ এপ্রিল থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল ঈদের ৬ দিন ফেরিতে সাধারণ ট্রাক পারাপার বন্ধ বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে : জিএম কাদের

চাঁদপুরে জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের পুলিশ সুপার মো: মিলন মাহমুদ এর স্বাক্ষর জালিয়াতি ঘটনায়  ইয়াছিন হোসেন (১৯) ও ওমর ফারুক (২৬) নামে দুই চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রেফতার হন  ইয়াছিন, তার তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ বাজার থেকে ওমর ফারুককে গ্রেফতার করা হয়।গ্রেফতার ইয়াছিন শাহরাস্তি উপজেলার নাহারা গ্রামের ভুঁইয়া বাড়ীর আবুল হাশেম এর ছেলে এবং ওমর ফারুক হাজীগঞ্জ  উপজেলার সুহিলপুর গ্রামের বড় বাড়ীর জাহাঙ্গীর আলম এর ছেলে।সন্ধ্যায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইনস মাঠে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা চলাকালিন চাকুরী প্রার্থী ইয়াছিন হোসেন উপস্থিত হন। তিনি ৫ ফেব্রুয়ারি শারীরিক বাছাই পর্বে উত্তীর্ণ হন। পরবর্তীতে ৬ ফেব্রুয়ারি শারীরিকসহ অন্যান্য পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আজ সকালে পুলিশ সুপারের স্বাক্ষর প্রতারণার মাধ্যমে জালিয়াতি করে প্রবেশপত্র নিয়ে পুলিশ লাইন্সে প্রবেশ করেন। পুলিশ সুপারের মুল স্বাক্ষর ও সীলের সাথে গড়মিল পরিলক্ষিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়-হাজীগঞ্জ বাজার কাদির কম্পিউটার  দোকান হতে একটি কৃতকার্য লেখা সীল তৈরি করেন। তার তথ্যের ভিত্তিতে সেখান থেকে ওমর ফারুককে গ্রেফতার করা হয়।ইয়াছিন জানায়, ২ ফেব্রুয়ারি পুলিশ কনস্টেবল নিয়োগ লাভের জন্য ৩শ টাকা ননজুডিসিয়াল ষ্ট্যাম্পে ৮ লাখ টাকা চুক্তি মূলে নগদ ৩ লাখ টাকা প্রদান করে এক দালালের সাথে অঙ্গীকারনামা সম্পাদন করেন। ওই দালালের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এবিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.