• রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:১২ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ সুষ্ঠ ভোটে ডিজিটাল পদ্ধতি দরকার  অভয়নগরে শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ অভয়নগরে সরকারীভাবে ধান চাল সংগ্রহের উদ্বোধন অভয়নগরে মেধা অন্বেষন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত অভয়নগরে দুদক কর্তৃক সততা স্টোরের অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ আশুলিয়া টু চান্দুরা চৌরাস্তা যানজটের দুর্ভোগ,,,  অভয়নগরে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানকে সংবর্ধনা যশোর গোয়েন্দা শাখা (ডিবি)অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশী মদ উদ্ধার সহ আটক -১ অভয়নগরে পায়রাহাট ইউনাইটেড কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি অর্জনে আনন্দ শোভাযাত্রা নড়াইলের ইউপি চেয়ারম্যান  মোস্তফা কামাল’কে গুলি করে হত্যাকান্ডের ঘটনায় আটক -৪ সুষ্ঠ ভোটে ডিজিটাল পদ্ধতি দরকার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় ছয় জনের মরদেহ উদ্ধার ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন মামুনুল হক যুক্তরাষ্ট্র সিরিজ খেলা হচ্ছে না তাসকিনের, বিকল্প ভাবনায় হাসান দুই সিনেমা নিয়ে ফিরছেন আফরান নিশো

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

বিশেষ প্রতিনিধি আজ সোমবার, পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি। ফলে রাজধানী ঢাকায় আজ অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ অনেকটাই কম। কিন্তু তারপরও এদিন সকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

বায়ুদূষণে সোমবার সকালে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল দশম। বায়ুর পর্যব্ক্ষেণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।সোমবার সকাল ৭টা ৫৩ মিনিটে রাজধানী ঢাকার বাতাসের মানসূচকে স্কোর ছিল ১৫৬। এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাসে টানা দুই দিন ঢাকার বায়ু ছিল ‘দুর্যোগপূর্ণ’। এছাড়া বেশির ভাগ দিনই ছিল ‘অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী, কোনও সিটির বাতাসের স্কোর ৫১ থেকে ১০০ হলে, সেখানকার বায়ুকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে ধরা হয়। আর ৩০১ থেকে ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।আইকিউএয়ার- এর আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস।সোমবার সকাল ৭টা ৫৩ মিনিটে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ১৮৬। দ্বিতীয় অবস্থানে ছিল বসনিয়া অ্যান্ড হারজেগোভিনার সারায়েভো, স্কোর ১৭২। তৃতীয় চীনের হাংঝৌ ও উহান। শহর দুটির স্কোর ১৬৭। সূত্র: আইকিউএয়ার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.