• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ মেসির ছেলে বলে কথা—নাটমেগ করার পর ফাউলের শিকার, এরপরও গোল ক্রিকেট বিশ্বকাপ জেতার চেয়ে অলিম্পিকে পদক জেতা অনেক বড় ব্যাপার—বললেন মাশরাফি তিন সপ্তাহ পর কোচের দেখা পেলেন বাবর-শাহিনরা ম্যানচেস্টার সিটি যে ৫ কারণে প্রিমিয়ার লিগ জিতল যেভাবে পারফর্ম করেন, এবার সেভাবে চান না মেহেদী ক্লপের কথা বলতে গিয়ে চোখ ছলছল গার্দিওলার ক্লপ বিদায়ী বক্তব্যে বললেন, ‘আমিও কাঁদব’ কলকাতার দুশ্চিন্তা: ১০ দিনের বিরতি, সল্টের অভাব পূরণের চ্যালেঞ্জ ভারতের নাগরিকত্ব লাভের পর প্রথমবার ভোট দিলেন অক্ষয় কুমার পদ স্থগিতের পর ডিপজল জানালেন, ‘নিপুণের পেছনে বড় শক্তি আছে’ ডিপজলের শিল্পী সমিতির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা অমিতাভ-অনিলের পথে হাঁটলেন জ্যাকি প্রথমবার ওয়েব সিরিজে এলিটার গান বার্বি সেজে বিপাকে কিয়ারা! হীরামান্ডি অভিনেত্রী শারমিনের স্বামী ৫৩,৮০০ কোটি রুপির মালিক!

বগুড়ায় ৩০ টাকা কেজি তরমুজ, তবুও কিনছেন না কেউ!

বগুড়া প্রতিনিধি মাত্র এক সপ্তাহ আগে যেখানে তরমুজের বাজারদর ছিল প্রতিকেজি ৮০ টাকা, সেখানে এখন মাত্র ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবুও কিনতে চাচ্ছেন না কেউ। বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের রেলগেট এলাকায় তরমুজ ব্যবসায়ীদের সাথে কথা বলে এসব তথ্য পাওযা গেছে।

ব্যবসায়ীদের দেওয়া তথ্য মতে, রমজানের শুরুর দিকে তাপমাত্রা বেশি থাকায় তরমুজের চাহিদা ছিল অনেক বেশি। এ কারণে প্রতি কেজি ৭০-৮০ টাকা দরে বিক্রি হতো। তখন দোকানগুলোতে ভিড় লেগেই থাকতো। এক সপ্তাহের ব্যবধানে আবহাওয়া শীতল (ঠাণ্ডা) হওয়ায় তরমুজের চাহিদা অনেকটায় কমে যায়।এ কারণে তরমুজের দামও কেজি প্রতি ৫০ টাকা করে কমে গেছে। এখন মাত্র ৩০ টাকা কেজি দরে ভালো মানের তরমুজ বিক্রি হলেও ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা।

সান্তাহার রেলগেটের তরমুজ ব্যবসায়ী রাঙ্গা বলেন, পটুয়াখালী থেকে আসা তরমুজগুলো নওগাঁ আড়ত থেকে তারা প্রায় ১০ জন ব্যবসায়ী পাইকারি কিনে আনেন। এরপর রেলগেট এলাকায় খুচরা বিক্রি করেন। দাম কমার তিন দিন আগে ২৬০০ টাকা মণ দরেও যেসব তরমুজ কিনে রেখেছিলেন, এখন সেসব তরমুজ ১২০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। তরমুজের দাম হঠাৎ কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে। তবে এখন যারা আড়ত থেকে তরমুজ কিনছেন, তারা কম দামেই পাচ্ছেন।

তরমুজ কিনতে আসা আহসান হাবীব জানান, ‘মৌসুমী ফল আর রোজার প্রথম দিকে তাপমাত্রার কারণে তরমুজের ব্যাপক চাহিদা ছিল। কিন্তু দাম বেশি থাকায় তখন কেনা হয়নি। দাম কমে গেছে শুনে কিনতে এসেছি। তবে এখনো কেজি দরেই বিক্রি হচ্ছে, পিসভাবে নয়।’

সান্তাহার ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সাগর খান বলেন, আড়তে আমদানি বেশি হওয়ায় আর বাজারে দাহিদা কমে যাওয়ায় হঠাৎ করে তরমুজের দাম কমে গেছে। আড়তের দামের সাথে সামঞ্জস্যতা রেখে এখানকার ব্যবসায়ীরা তরমুজ বিক্রি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.