• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ Mostbet App Download For Android Apk And Ios 2023 Mostbet 314 Casino Azərbaycanda Bukmeker Kontoru Mostbet Azerbaycan Yukle Android Os Apk Və Ios App-d Mostbet Az-90 Kazino Azerbaycan ən Yüksək Bukmeyker Rəsmi Sa 0898520760 ফের আগ্রাসনের চেষ্টা করলে ইসরায়েলকে শক্তিশালী জবাবের হুঁশিয়ার ইরানের গাজায় এক গণকবরেই মিলল ৩০০ লাশ ইসরায়েলের গভীরে হামলার দাবি হিজবুল্লাহর বেনজীরের সম্পদ অনুসন্ধানে দুদক দুর্নীতির একটা সীমা থাকে, এটা সাগরচুরি বেনজীরের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট প্রভাবমুক্ত থেকে দুদককে অনুসন্ধান করতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই রেয়াত সুবিধা বাতিল, ঢাকা থেকে ১৫ রুটে যত বাড়ছে ট্রেনের ভাড়া চলমান তাপপ্রবাহ আরো কতদিন থাকবে, যা জানা গেল

তৃণমূল ও বিজেপির তারকা প্রচারকের তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে চমক দিয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের ৪২টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে তাদেরকে সাথে নিয়ে রাম্পে (ramp) হেঁটে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছিলেন দলনেত্রী মমতা ব্যানার্জি। এবার তারকা প্রচারকেরদের (star campaigners) নাম ঘোষণাতেও টেক্কা দিল তৃণমূল। 

লোকসভা নির্বাচনে প্রার্থীদের হয়ে কোন কোন তারকারা প্রচারণায় অংশ নেবেন তার একটি তালিকা দলের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়। মোট ৪০ জন তারকা প্রচারকের নাম প্রকাশ করেছে শাসক দল। সেই নামের তালিকা নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে। সেই তালিকায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, তার ভাতিজা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী ফিরহাদ হাকিম, শোভন দেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা দলের মুখপাত্র কুণাল ঘোষ এর মত রাজনীতিবিদরা যেমন রয়েছেন। তেমনি বিধায়ক ও চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা সৌরভ দাস, বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী, অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, বিধায়ক-গায়িকা অদিতি মুন্সি, সাংসদ-অভিনেতা দীপক অধিকারী (দেব), সাংসদ-অভিনেতা শতাব্দী রায়, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, দলের যুবনেত্রী-অভিনেত্রী সায়নী ঘোষ, অভিনেত্রী জুন মালিয়া সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ, ইউসুফ পাঠান’এর মতো সেলেবরাও প্রচারকের তালিকায় রয়েছেন। 

তবে তারকা প্রচারকের তালিকায় ঠাঁই হয়নি বিদায়ী দুই সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানের। এমনকি গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিতলেও এবার মিমি এবং নুসরাত কাউকেই প্রার্থী করেনি তৃণমূল। 

আগামী ৩১ মার্চ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন মমতা ব্যানার্জি। সম্প্রীতি কালীঘাটে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে ও নাকে আঘাত পান মমতা। আপাতত কিছুটা সুস্থ তিনি। ৩১ মার্চ নদীয়া জেলার কৃষ্ণনগরের ধুবুলিয়াতে প্রথম জনসভায় অংশ নেবেন মমতা। সেখানে দলের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মহুয়া মৈত্র এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী মুকুটমণি অধিকারীর হয়ে প্রচারণা করবেন মমতা। পরদিন ১ এপ্রিল বহরমপুর স্টেডিয়ামে আরেকটি সভা করার কথা রয়েছে মমতার। অন্যদিকে বিজেপিও তাদের তারকা প্রচারকদের (star campaigner) তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গে প্রচারণার জন্য ৪০ জনের তারকা প্রচারকের নাম ঘোষণা করে বিজেপি। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অভিনেতা মিঠুন চক্রবর্তীর পাশাপাশি প্রথম সারিতে জায়গা পেয়েছেন অভিনেতা-বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।তালিকায় রয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি,  ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দলের আইটি সেল প্রধান অমিত মালব্য, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার প্রমূখ।উল্লেখ্য, ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনে ৫৪৩ টি আসনের জন্য মোট সাত দফায় ভোট নেওয়া হবে। আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন চলবে ভোটগ্রহণ পর্ব। গণনা ৪ জুন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.