• রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৫১ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ কালীগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ জমি নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন চাটমোহরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম চরাঞ্চলে শিক্ষার্থীদের ‘ভোগান্তি কমাতে’ ১ টাকায় ১০টি পাখা সংসদ সদস্য আনোয়ারুল আজিম কলকাতায় গিয়েছেন, এসে পড়বেন: স্বরাষ্ট্রমন্ত্রী মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে: রাষ্ট্রপতি ঢাকাসহ ১২ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস ‘সংকট গভীর হওয়ার আগেই রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি’ সরকার ই-বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা উন্নত করতে কাজ করছে : পরিবেশমন্ত্রী স্পিকার্স কনফারেন্স শেষে দেশে ফিরেছেন শিরীন শারমিন চৌধুরী ওএমএস বিতরণে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা : খাদ্যমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে গাছ না কাটতে হাইকোর্টের স্থিতাবস্থা সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা পায়রা বন্দরের সঙ্গে সড়ক ও রেলের কানেকটিভিটি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ

আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

 দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরে ফুলবাড়ীতে গভীর রাতে সিকিউরিটি গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি বাাজারে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাত থেকে অভিযান চালিয়ে গোপন সূত্র ও তথ্য প্রযুক্তির মাধ্যমে দিনাজপুরসহ বগুড়া, জয়পুরহাট, নওগাঁসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশের বিভিন্ন ইউনিট। এর আগে গত ৫মার্চ দিবাগত গভীর রাতে ফুলবাড়ি উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের পার্বতীপুর গ্রামের লালদীঘি বাজারে এ ঘটনা ঘটে। আটকৃতরা হলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চৌকিয়াপাড়া (সোনাপাড়া) এলাকার আইনুদ্দীন মন্ডলের ছেলে মোস্তাকিম ইসলাম (৩৫), বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার ছোট বেড়াগাও এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান (৩৫), একই জেলার শিবগঞ্জ উপজেলার মাসুমপুর চালুঞ্জা এলাকার মো. কোব্বাত এর ছেলে মো. হাসান (২৮) ও দিনাজপুরের বিরামপুর পৌরসভার কলেজপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে মো. বেলাল (৪৫)।ডাকাতির এ ঘটনার মামলায় জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের দিকনির্দেশনায় পুলিশের বিভিন্ন দল ৭২ঘন্টার মধ্যে পেশাদার আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে। আংশিক সিসিটিভি ফুটেজের সহযোগিতায় মঙ্গলবার দিবাগত গভীর রাত থেকে অভিযান চালিয়ে গোপন সূত্র ও তথ্য প্রযুক্তির মাধ্যমে দিনাজপুরসহ বগুড়া, জয়পুরহাট, নওগাঁসহ ডাকাতদের আটক করে পুলিশের বিভিন্ন ইউনিট। অভিযানে নেতৃত্ব দেন ফুলবাড়ি থানার ওসি মোস্তাফিজুর রহমান। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম জানান, ডাকাতির কাজে ব্যবহৃত পিকাপটি জব্দ করা হলেও লূণ্ঠিত মালামাল ও অবশিষ্ট ডাকাতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.