• সোমবার, ২০ মে ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ নওয়াপাড়া পৌর মেয়রের সুসজ্জিত নতুন অফিস উদ্বোধন অন-অনুমোদিত ও ভেজাল ইউনানী, আয়ুর্বেদিক কোম্পানির প্রাণঘাতী ঔষধে বাজার সয়লাব টানা চারবার চ্যাম্পিয়ন হয়ে ম্যান সিটির ইতিহাস দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু বাফুফের টি–টোয়েন্টি বিশ্বকাপ: ভারত–পাকিস্তান ফাইনাল দেখছেন কাইফ স্টার স্পোর্টসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রোহিত শর্মা অবশেষে ২০০ টপকে জিতল হায়দরাবাদ ফাঁস হওয়া ছবি নিয়ে যা বললেন পরিচালক নির্বাচন যে খুব সহজ কাজ নয়, সেটি টের পাচ্ছেন কঙ্গনা! প্রচণ্ড গরমেও আমরা মাথা ঠান্ডা রাখি… ২৫ দিন পর বাড়িতে ফিরলেন, কোথায় ছিলেন এই অভিনেতা? শূন্য থেকে বলিউডের শীর্ষে ভোটে জিতলে অভিনয়কে বিদায় জানাবেন কঙ্গনা শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেয়ে যা বললেন জায়েদ খান অভিনেত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

কেনো ‘ট্রয়ে’র প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া

বিনোদন প্রতিবেদকঃ হলিউডের সর্বকালের ইতিহাস সৃষ্টিকারী বিগ বাজেটের মুভি ‘ট্রয়’-এর ব্রাইসিস চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। হলিউড ক্র্যাশ ব্র্যাড পিট অভিনীত এই মুভিতে পরে ব্রাইসিস চরিত্রে রোজ ব্রাইন স্থলাভিষিক্ত হন। তবে ট্রয়ের প্রস্তাব ঐশ্বরিয়া ছেড়ে দেয়ায় কিছুটা হতাশ হয়েছিলেন হলিউড সুপারস্টার ব্র্যাড পিট।

প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, ‘বলিউড ও হলিউডের কর্মক্ষেত্রের পরিবেশের কিছু পার্থক্য রয়েছে। ২০০৪ সালে উলফগ্যাং পিটারসনের পরিচালনায় এরিক বানা, অরল্যান্ডো ব্লুম, রোজ ব্রাইন, ডায়ান ক্রুগার, ব্র্যাড পিট অভিনীত এই চলচ্চিত্রের প্রস্তাব পান। হলিউড ও বলিউডের কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় যে পার্থক্যটি হচ্ছে, হলিউডে কোনো মুভির কাজ চলাকালে সম্পূর্ণভাবে সেখানে নিবেদিত থাকতে হয়। অন্য কোথাও যাওয়া বা অন্য মুভির কাজ করাও সম্ভব হয় না।’

তিনি আরও বলেন, ‘ট্রয় প্রজেক্টে কাজ করার জন্য ৬ থেকে ৯ মাস সেই সেট ছাড়া অন্যত্র যাওয়ার সুযোগ ছিল না। সেই অভিজ্ঞতাও অ্যাশের ছিল না। তাছাড়া সে সময় আরও বেশ কিছু চলচ্চিত্রে কাজের জন্য তিনি চুক্তিবদ্ধ থাকায় এত লম্বা সময়ের জন্য ট্রয়ে কাজ করা আর হয়ে ওঠেনি।’

এ প্রসঙ্গে ব্র্যাড পিট বলেন, ‘সুযোগ পেলে আমি ঐশ্বরিয়ার সাথে অভিনয় করতে চাই। কারণ তিনি দারুণ এক বহুমাত্রিক অভিনেত্রী। শুধু বলিউডই নয়, তার স্টাইল, অভিনয় ও সৌন্দর্যের দ্বারা পশ্চিমেও দারুণ জনপ্রিয় তিনি। তাই আমি মনে করি, অ্যাশের সাথে ট্রয়ে অভিনয়ের সুযোগ আমি মিস করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.