• রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ নওয়াপাড়া পৌর মেয়রের সুসজ্জিত নতুন অফিস উদ্বোধন অন-অনুমোদিত ও ভেজাল ইউনানী, আয়ুর্বেদিক কোম্পানির প্রাণঘাতী ঔষধে বাজার সয়লাব টানা চারবার চ্যাম্পিয়ন হয়ে ম্যান সিটির ইতিহাস দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু বাফুফের টি–টোয়েন্টি বিশ্বকাপ: ভারত–পাকিস্তান ফাইনাল দেখছেন কাইফ স্টার স্পোর্টসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রোহিত শর্মা অবশেষে ২০০ টপকে জিতল হায়দরাবাদ ফাঁস হওয়া ছবি নিয়ে যা বললেন পরিচালক নির্বাচন যে খুব সহজ কাজ নয়, সেটি টের পাচ্ছেন কঙ্গনা! প্রচণ্ড গরমেও আমরা মাথা ঠান্ডা রাখি… ২৫ দিন পর বাড়িতে ফিরলেন, কোথায় ছিলেন এই অভিনেতা? শূন্য থেকে বলিউডের শীর্ষে ভোটে জিতলে অভিনয়কে বিদায় জানাবেন কঙ্গনা শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেয়ে যা বললেন জায়েদ খান অভিনেত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে বনবিভাগের পৃথক অভিযানে ৯ জেলে আটক, চোরাই কাঠ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে সুন্দরবন হতে কর্তন নিষিদ্ধ গরান কাঠ কেটে পাচার করার সময় তা জব্দ করেছেন কৈখালী বনস্টেশন অফিসের সদস্যরা। শুক্রবার (৯ জুলাই) ভোর ৬টার দিকে সুন্দরবনের চকবার খাল এলাকা হতে নৌকা ভর্তি চোরাই কাঠ উদ্ধার করা হয়। এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা সুন্দরবনে পালিয়ে যায়।

আটক জেলেরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের ছাকাত শেখের ছেলে শাহ আলম এবং একই এলাকার রূপচাঁদ গাজীর ছেলে আজহারুল গাজী, আজিজ খা’র ছেলে ছামাদ খা, রফিকুল গাজীর ছেলে তরিকুল, সামছুর শেখের ছেলে নুরে আলম, মোকাম শেখের ছেলে রবিউল, হযরত শেখের ছেলে হেলাল শেখ, মান্দার শেখের ছেলে হযরত শেখ ও জব্বার গাজীর ছেলে শহিদুল গাজী।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান কাঠ কেটে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদেও ভিত্তি সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনবিভঅগের সদস্যরা ভোর ৬টার দিকে সুন্দরবনের চকবার খাল এলাকায় অভিযান চালায়। এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা বনের মধ্যে পালিয়ে যায়। পওে সেখান থেকে ২টি নৌকাসহ ২শতাধিক মণ গরান কাঠ উদ্ধার করা হয়।

এদিকে অপর এক অভিযানে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর বন অফিস সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে ট্রলারসহ ৯ জেলেকে আটক করে বনবিভাগ। শুক্রবার ভোর ৫টার দিকে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম. এ হাসানের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা মাছ ভর্তি ট্রলারসহ উল্লেখিত জেলেদের আটক করে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম. এ হাসান ২টি নৌকাসহ ২শতাধিক মণ গরান কাঠ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,এঘটনায় বন আইনে মামলা হয়েছে। তিনি আরো জানান, প্রজনন মৌসুমে সুন্দরবনে অভয়ারন্য অঞ্চলে অবৈধভাবে মাছ ধরার সময় ৯ জেলেকে আটক করা হয়েছে। এসময় জেলেদের ব্যবহৃত ৫লাখ টাকা মূল্যের ১টি ট্রলার ও ৫০হাজার টাকার ১২০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.