• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ মেসির ছেলে বলে কথা—নাটমেগ করার পর ফাউলের শিকার, এরপরও গোল ক্রিকেট বিশ্বকাপ জেতার চেয়ে অলিম্পিকে পদক জেতা অনেক বড় ব্যাপার—বললেন মাশরাফি তিন সপ্তাহ পর কোচের দেখা পেলেন বাবর-শাহিনরা ম্যানচেস্টার সিটি যে ৫ কারণে প্রিমিয়ার লিগ জিতল যেভাবে পারফর্ম করেন, এবার সেভাবে চান না মেহেদী ক্লপের কথা বলতে গিয়ে চোখ ছলছল গার্দিওলার ক্লপ বিদায়ী বক্তব্যে বললেন, ‘আমিও কাঁদব’ কলকাতার দুশ্চিন্তা: ১০ দিনের বিরতি, সল্টের অভাব পূরণের চ্যালেঞ্জ ভারতের নাগরিকত্ব লাভের পর প্রথমবার ভোট দিলেন অক্ষয় কুমার পদ স্থগিতের পর ডিপজল জানালেন, ‘নিপুণের পেছনে বড় শক্তি আছে’ ডিপজলের শিল্পী সমিতির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা অমিতাভ-অনিলের পথে হাঁটলেন জ্যাকি প্রথমবার ওয়েব সিরিজে এলিটার গান বার্বি সেজে বিপাকে কিয়ারা! হীরামান্ডি অভিনেত্রী শারমিনের স্বামী ৫৩,৮০০ কোটি রুপির মালিক!

প্রাথমিকের নতুন ক্লাস রুটিন প্রকাশ

সংসদ টেলিভিশনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি ক্লাস সম্প্রচারের নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী আগামী ১৯ থেকে ২৩ এপ্রিল টেলিভিশনে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির ক্লাস সম্প্রচার করা হবে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম শুরু হচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইটে এ রুটিন প্রকাশ করা হয়েছে।

জান গেছে, গত ৭ এপ্রিল প্রাথমিক স্তরের সংসদ টিভির ক্লাস সম্প্রচার দুপুর ২টা থেকে শুরু করা হলেও পরবর্তী সপ্তাহ থেকে তা পরিবর্তন করে সকাল ৯টা থেকে দুপুর ১১টা পর্যন্ত প্রচার করা হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস বিভিন্ন স্টুডিওতে ভিডিও ধারণ করে তা প্রচার করা হচ্ছে।

edu1

নতুন রুটিন অনুযায়ী, আগামী ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত নতুন রুটিনে ক্লাস সম্প্রচার করা হবে। প্রতিদিন প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন, বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও গণিত বিষয়ের ক্লাস সম্প্রচার করা হবে। প্রতিটি ক্লাস ২০ মিনিট সময় প্রচারিত হবে। আগামী সপ্তাহে আবারও নতুন রুটিন প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ডিপিই থেকে বলা হয়েছে, টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক পাঠদান করা বিষয়ের ওপর বাড়ির কাজ দেয়া হচ্ছে, শিক্ষার্থীদের প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা খাতায় বাড়ির কাজ করতে হবে। স্কুল খুললে স্ব-স্ব বিদ্যালয় শিক্ষকদের কাছে তা জমা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.