• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ মেসির ছেলে বলে কথা—নাটমেগ করার পর ফাউলের শিকার, এরপরও গোল ক্রিকেট বিশ্বকাপ জেতার চেয়ে অলিম্পিকে পদক জেতা অনেক বড় ব্যাপার—বললেন মাশরাফি তিন সপ্তাহ পর কোচের দেখা পেলেন বাবর-শাহিনরা ম্যানচেস্টার সিটি যে ৫ কারণে প্রিমিয়ার লিগ জিতল যেভাবে পারফর্ম করেন, এবার সেভাবে চান না মেহেদী ক্লপের কথা বলতে গিয়ে চোখ ছলছল গার্দিওলার ক্লপ বিদায়ী বক্তব্যে বললেন, ‘আমিও কাঁদব’ কলকাতার দুশ্চিন্তা: ১০ দিনের বিরতি, সল্টের অভাব পূরণের চ্যালেঞ্জ ভারতের নাগরিকত্ব লাভের পর প্রথমবার ভোট দিলেন অক্ষয় কুমার পদ স্থগিতের পর ডিপজল জানালেন, ‘নিপুণের পেছনে বড় শক্তি আছে’ ডিপজলের শিল্পী সমিতির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা অমিতাভ-অনিলের পথে হাঁটলেন জ্যাকি প্রথমবার ওয়েব সিরিজে এলিটার গান বার্বি সেজে বিপাকে কিয়ারা! হীরামান্ডি অভিনেত্রী শারমিনের স্বামী ৫৩,৮০০ কোটি রুপির মালিক!

করোনা সংকটে পাকিস্তানকে ১৪০ কোটি ডলার সহায়তা

করোনাভাইরাসের হামলায় বিপন্ন পাকিস্তানের অর্থনীতি। বিদেশি মুদ্রার তহবিল প্রায় শূন্য। পাশাপাশি, দেখা দিয়েছে খাদ্য সংকট। এমন সময়ে বিশ্বের কাছে বকেয়া ঋণ মওকুফ এবং আর্থিক সহায়তার আবেদন জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তাতে সাড়া দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। করোনার জেরে উৎপন্ন আর্থিক সঙ্কট মোকাবিলায় প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার মঞ্জুর করেছে তারা। খবর সংবাদ প্রতিদিন এর

 

এর আগে গত বছর জুলাই মাসে আইএমএফ পাকিস্তানকে ৬০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ইসলামাবাদকে ঋণ দেওয়ার সপক্ষে যুক্তি দিয়ে আইএমএফ-এর অন্যতম শীর্ষ কর্তা জেফরি ওকামোটো বলেন, করোনা মহামারির ব্যাপক প্রভাব পড়েছে পাকিস্তানের অর্থনীতিতে। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সার্বিক উন্নয়ন ও সে দেশের নাগরিকদের উন্নতির জন্য এই অর্থ প্রদান করা হয়েছে।

 

তিনি আরও বলেন, করোনার প্রকোপ রুখতে ও সংক্রমণ ঠেকাতে যথাযত ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান সরকার। স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে বর্তমান পরিস্থিতিতে বিশেষ প্যাকেজ ঘোষণাও করেছে ইসলামাবাদ। উল্লেখ্য, পাকিস্তানের বিদেশি মুদ্রার তহবিল প্রায় শূন্য। গত বছরের জুলাই মাসে ইসলামাবাদ জানিয়েছিল তাদের ভাণ্ডারে বিদেশি মুদ্রা বলতে রয়েছে মাত্র ৮০০ কোটি মার্কিন ডলার। প্রায় দু’মাসের আমদানির বকেয়া মেটাতেই তা শেষ হয়ে যাবে। তারপরই আমেরিকার শরণাপন্ন হয়েছিল ইমরান সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.