• রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ সুষ্ঠ ভোটে ডিজিটাল পদ্ধতি দরকার  অভয়নগরে শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ অভয়নগরে সরকারীভাবে ধান চাল সংগ্রহের উদ্বোধন অভয়নগরে মেধা অন্বেষন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত অভয়নগরে দুদক কর্তৃক সততা স্টোরের অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ আশুলিয়া টু চান্দুরা চৌরাস্তা যানজটের দুর্ভোগ,,,  অভয়নগরে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানকে সংবর্ধনা যশোর গোয়েন্দা শাখা (ডিবি)অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশী মদ উদ্ধার সহ আটক -১ অভয়নগরে পায়রাহাট ইউনাইটেড কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি অর্জনে আনন্দ শোভাযাত্রা নড়াইলের ইউপি চেয়ারম্যান  মোস্তফা কামাল’কে গুলি করে হত্যাকান্ডের ঘটনায় আটক -৪ সুষ্ঠ ভোটে ডিজিটাল পদ্ধতি দরকার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় ছয় জনের মরদেহ উদ্ধার ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন মামুনুল হক যুক্তরাষ্ট্র সিরিজ খেলা হচ্ছে না তাসকিনের, বিকল্প ভাবনায় হাসান দুই সিনেমা নিয়ে ফিরছেন আফরান নিশো

সিরাজদিখানে বাড়িঘর ভাঙচুর, তিন টেঁটাবিদ্ধসহ আহত ৯, আটক ৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি ॥ চতুর্থ দফার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আনারস প্রতীক নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হকের সমর্থকরা পরাজিত নৌকা ও মোটরসাইকেল সর্মথকদের উপড় হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামে বুধবার রাত ১০ টা পর্যন্ত দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এ সময় ৯ জন আহত হয় এবং ১৫ টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনা বুধবার রাতে সিরাজদিখান থানা পুলিশ ৭ জনকে আটক করেছে। ঘটনার পর থেকে গেফতারের ভয়ে লতব্দী গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে।

আহতরা হলেন, টেটাঁবিদ্ধ ইয়াছিন (৩৮), মোহাম্মদ আলী (৫০) , অন্তঃসত্ত্বা নাসিমা বেগম (১৯) , মোক্তার হোসেন (৩৫), দেলোয়ার হোসেন (৪০)সহ কমপক্ষে ০৯ জন আহত হয়েছে। গুরুতর আহত অন্তঃসত্ত্বা নাসিমা বেগমকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া টেঁটাবিদ্ধ মোহাম্মদ আলীকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌকার পরাজিত প্রার্থী এসএম সোহরাব হোসেন জানান, ‘নৌকায় ভোট দেওয়ার কারনে নৌকার বিদ্রোহী বিজয়ী প্রার্থী হাফেজ মো. ফজলুল হকের সমর্থকরা এলাকার নিরীহ মানুষের ঘর-বাড়ি ভাঙচুর ও লুটপাটসহ মারধর করেছে।অভিযোগ অস্বীকার করে হাফেজ মো.ফজলুল হক বলেন, ‘আমার সমর্থকরা ভাঙচুর করে নাই, ভাঙচুর করেছে মোটরসাইকেল প্রার্থী জহিরের সমর্থকরা, আমার লোকজন মারামারি থামিয়েছে।’

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ‘এ ঘটনায় ৩জন আহতের তথ্য পেয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ৭ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।উল্লেখ্য চতুর্থ ধাপে গত ২৬ শে ডিসেম্ভর সিরাজদিখান উপজেলায় ১৪টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.