• রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ সুষ্ঠ ভোটে ডিজিটাল পদ্ধতি দরকার  অভয়নগরে শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ অভয়নগরে সরকারীভাবে ধান চাল সংগ্রহের উদ্বোধন অভয়নগরে মেধা অন্বেষন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত অভয়নগরে দুদক কর্তৃক সততা স্টোরের অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ আশুলিয়া টু চান্দুরা চৌরাস্তা যানজটের দুর্ভোগ,,,  অভয়নগরে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানকে সংবর্ধনা যশোর গোয়েন্দা শাখা (ডিবি)অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশী মদ উদ্ধার সহ আটক -১ অভয়নগরে পায়রাহাট ইউনাইটেড কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি অর্জনে আনন্দ শোভাযাত্রা নড়াইলের ইউপি চেয়ারম্যান  মোস্তফা কামাল’কে গুলি করে হত্যাকান্ডের ঘটনায় আটক -৪ সুষ্ঠ ভোটে ডিজিটাল পদ্ধতি দরকার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় ছয় জনের মরদেহ উদ্ধার ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন মামুনুল হক যুক্তরাষ্ট্র সিরিজ খেলা হচ্ছে না তাসকিনের, বিকল্প ভাবনায় হাসান দুই সিনেমা নিয়ে ফিরছেন আফরান নিশো

গবেষণায় অনুদান পেলেন বিএসএমএমইউ’র ২৫ শিক্ষক

বিশেষ প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২৫ জন শিক্ষককে গবেষণায় অনুদান দেওয়া হয়েছে।সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষকদের হাতে অনুদানের অর্থ তুলে দেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।এ সময় অনুদানপ্রাপ্তদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের জন্য উপকারী মানসম্মত গবেষণা করুন। এক্ষেত্রে অর্থের সমস্যা হবে না। রোগ প্রতিরোধ ও রোগ নিরাময়ে ভূমিকা রাখে এমন গবেষণায় নজর দিন। গবেষণার মাধ্যমে নিত্যনতুন উদ্ভাবনকে রোগীদের কল্যাণে কাজে লাগাতে হবে।

অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হলো গবেষণাধর্মী একটি প্রতিষ্ঠান। চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণা আমাদের মূল কাজ হলেও গবেষণায় আমাদের জোর দিতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের গবেষণা কার্যক্রম চলছে।গবেষকদের উদ্দেশে তিনি বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। সেই ধারা আরও এগিয়ে নিতে হবে। জনগণের কল্যাণে বিভিন্ন জটিল সব রোগ নিয়ে আরও বেশি গবেষণা করতে হবে।

গবেষণা মঞ্জুরির শিক্ষকদের তালিকা

১. অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, চেয়ারম্যান, ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

২. ডা. আবেদ হোসেন খান, সহকারী অধ্যাপক, ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

৩. অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, চেয়ারম্যান, মনোরোগ বিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

৪. ডা. শেখ ফয়েজ আহমেদ, কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

৫. অধ্যাপক ডা. মো. আবুল হাসানাত, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

৬. ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন, সহকারী অধ্যাপক, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

৭. ডা. মোহাম্মদ আফজাল মাহফুজউল্লাহ, সহকারী অধ্যাপক, চক্ষু বিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

৮. অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাস, অর্থোপেডিক্স সার্জারী বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

৯. ডা. শাকিলা ইসরাত, সহযোগী অধ্যাপক, রিপ্রোঃ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

১০. অধ্যাপক ডা. আশরাফুন নেছা, গাইনীকোলজি অনকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

১১. অধ্যাপক ডা. সুরাইয়া বেগম, শিশু বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

১২. অধ্যাপক ডা. মোহাম্মদ ইমনুর ইসলাম, শিশু বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

১৩. অধ্যাপক ডা. আফরোজা বেগম, শিশু নেফ্রোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

১৪. অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নান, নিউনেটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

১৫. ডা. রুম্পা মনি চৌধুরী, সহকারী অধ্যাপক, নিউনেটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

১৬. অধ্যাপক ডা. লায়লা আঞ্জুমান বানু, এনাটমি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

১৭. ডা. জিন্নাত আরা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক, এনাটমি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

১৮. ডা. লতিফা নিশাত, সহযোগী অধ্যাপক, এনাটমি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

১৯. ডা. শাফিনাজ গাজী, সহকারী অধ্যাপক, এনাটমি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

২০. ডা. মো. মহিউদ্দিন মাসুম, সহকারী অধ্যাপক, এনাটমি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

২১. ডা. ইলোরা শারমীন, সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

২২. ডা. শিউলী ফেরদৌসী, সহযোগী অধ্যাপক, ল্যাবরেটরী মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

২৩. অধ্যাপক ডা. আফজালুন নেছা, ভাইরোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

২৪. ডা. মাহমুদ সাজেদীন, সহযোগী অধ্যাপক, অর্থোডনটিক্স বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

২৫. ডা. ফারিহা হাসিন (পিএইচডি), সহযোগী অধ্যাপক, পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিকস বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, উপ-রেজিস্ট্রার ডা. হেলাল উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.