• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ ফের আগ্রাসনের চেষ্টা করলে ইসরায়েলকে শক্তিশালী জবাবের হুঁশিয়ার ইরানের গাজায় এক গণকবরেই মিলল ৩০০ লাশ ইসরায়েলের গভীরে হামলার দাবি হিজবুল্লাহর বেনজীরের সম্পদ অনুসন্ধানে দুদক দুর্নীতির একটা সীমা থাকে, এটা সাগরচুরি বেনজীরের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট প্রভাবমুক্ত থেকে দুদককে অনুসন্ধান করতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই রেয়াত সুবিধা বাতিল, ঢাকা থেকে ১৫ রুটে যত বাড়ছে ট্রেনের ভাড়া চলমান তাপপ্রবাহ আরো কতদিন থাকবে, যা জানা গেল রংধনুর রফিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক বেনজীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান, অগ্রগতির প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন : হাইকোর্ট উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা

সাড়ে ১০ বিলিয়ন ডলারে হোলসিম কিনে নিচ্ছেন আদানি

আন্তর্জাতিক ডেস্ক সুইজারল্যান্ডভিত্তিক ভবন নির্মাণসামগ্রী বিক্রির প্রতিষ্ঠান হোলসিম লিমিটেড তার ভারতীয় কার্যক্রম ধনকুবের গৌতম আদানির কাছে বিক্রি করতে রাজি হয়েছে। বর্তমানে এশিয়ার সবচেয়ে ধনী এই ব্যক্কি এই পদক্ষেপের মধ্য দিয়ে সিমেন্ট ব্যবসা শুরু করছেন।আগে থেকেই এ ব্যাপারে জল্পনা ছিল।

এবার তা সত্য হতে চলেছে। রবিবার আদানি গোষ্ঠী জানিয়েছে, সংস্থাটি অধিগ্রহণ করার চুক্তি চূড়ান্ত করেছে তারা। এজন্য খরচ হবে সাড়ে ১০ বিলিয়ন মার্কিন ডলার।আদানির হাতে সংশ্লিষ্ট সম্পত্তি ছাড়াও যাবে অম্বুজা সিমেন্টের ৬৩.১ শতাংশ। অম্বুজাদের অন্যতম শাখা এসিসি-ও।এক বিবৃতিতে আদানি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, আদানি পরিবার একটি সংস্থা মারফত অম্বুজা সিমেন্ট এবং এসিসি-তে সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম-এর পুরো অংশীদারিত্ব কিনে নেওয়ার জন্য নির্দিষ্ট চুক্তি করেছে। যাদের হাতে তার শাখা মারফত অম্বুজা সিমেন্টের ৬৩.১৯ শতাংশ ও এসিসি-র ৫৪.৫৩ শতাংশ শেয়ার আছে।

দীর্ঘ দিন ধরে ব্যবসায় ধাক্কা খাওয়ার পরে গত মাসে ভারত ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল হোলসিম। আদানি গোষ্ঠীর দাবি, এটা এখন পর্যন্ত তাদের বৃহত্তম অধিগ্রহণ তো বটেই, সব থেকে বড় হাতবদল পরিকাঠামো ক্ষেত্রেও। ব্যবসা বেচতে আদিত্য বিড়লা গোষ্ঠীর আলট্রাটেক সিমেন্ট ও জেএসডব্লিউ গোষ্ঠীর সঙ্গেও কথা বলছিল হোলসিম।এদিকে, কুইন্টিলিয়ন বিজনেস মিডিয়ার ৪৯ শতাংশ হাতে নেওয়ার কথাও জানিয়েছে আদানি এন্টারপ্রাইজেস। তাদের শাখা এএমজি মিডিয়া নেটওয়ার্কসের মাধ্যমে ওই শেয়ার কেনা হবে। তবে এ জন্য কত টাকা লগ্নি করা হবে, তা নিয়ে মুখ খোলেনি তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.