• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ ফের আগ্রাসনের চেষ্টা করলে ইসরায়েলকে শক্তিশালী জবাবের হুঁশিয়ার ইরানের গাজায় এক গণকবরেই মিলল ৩০০ লাশ ইসরায়েলের গভীরে হামলার দাবি হিজবুল্লাহর বেনজীরের সম্পদ অনুসন্ধানে দুদক দুর্নীতির একটা সীমা থাকে, এটা সাগরচুরি বেনজীরের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট প্রভাবমুক্ত থেকে দুদককে অনুসন্ধান করতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই রেয়াত সুবিধা বাতিল, ঢাকা থেকে ১৫ রুটে যত বাড়ছে ট্রেনের ভাড়া চলমান তাপপ্রবাহ আরো কতদিন থাকবে, যা জানা গেল রংধনুর রফিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক বেনজীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান, অগ্রগতির প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন : হাইকোর্ট উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা

সংকটে চাহিদা বাড়ছে বিদ্যুৎসাশ্রয়ী পণ্যের

বিশেষ প্রতিনিধি নিরাপদ ও টেকসই অবকাঠামো নির্মাণ কৌশল, নির্মাণ উপকরণ এবং নতুন সব প্রযুক্তি নিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল অবকাঠামোবিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘৭ম স্যাফকন ২০২২’। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এই প্রদর্শনী গত বৃহস্পতিবার শুরু হয়ে গতকাল শনিবার শেষ হয়। প্রদর্শনীর আয়োজন করেছে স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড।খোঁজ নিয়ে জানা গেছে, প্রদর্শনীতে বিদ্যুৎসাশ্রয়ী পণ্য এসি, পাম্প এবং কারখানায় ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক পণ্যে ব্যাপক সাড়া ছিল দর্শকদের।পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি পণ্যেও সাড়া ছিল। দেশের বৃহৎ এ আন্তর্জাতিক প্রদর্শনীতে নিরাপদ ও টেকসই অবকাঠামো নির্মাণ কৌশল, নির্মাণ উপকরণ এবং নতুন প্রযুক্তি, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, সেফ এইচভিএসিআর ও পানি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট দেশি ও বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে ১৪টি দেশের ১২০টির বেশি স্টল ছিল। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। গতকাল প্রদর্শনীর শেষ দিনে সরেজমিন ঘুরে দেখা যায়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দেশি-বিদেশি প্রতিটি স্টলেই ভিড় দেখা গেছে।

জার্মানি ব্র্যান্ডের কুলিং ভেন্টিলেশন (ফ্যান) নিয়ে স্টল দিয়েছে ই-কুল ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার আতিকুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আমরা প্রদর্শনীতে ভালোই সাড়া পাচ্ছি। আমরা নতুন টেকনোলজির ভেন্টিলেশনগুলোই প্রদর্শনীতে নিয়ে এসেছি। নতুন যাঁরা কারখানা করবেন এবং যাঁদের কারখানা রয়েছে, তাঁরা আমাদের স্টলে এসে দেখে যাচ্ছেন। আবার অনেকে পছন্দ করে বুকিংও দিয়ে যাচ্ছেন। অনেকে আমাদের শোরুমের ঠিকানাও নিয়ে যাচ্ছেন। কারণ আমাদের কুলিং ভেন্টিলেশনগুলো জার্মানি ব্র্যান্ডের হওয়ায় সবার এই ব্র্যান্ডের প্রতি আস্থা আছে। ’সোলার নিয়ে স্টল দিয়েছে ভারতের সোলেস রিনিউ-এবল এনার্জি প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের স্টলে পানির ওপর সোলার স্থাপন নিয়ে প্রদর্শনী করেছে। সোলেস রিনিউ-এবল এনার্জির পরিচালক সম্রাট লাহা কালের কণ্ঠকে বলেন, ‘স্টলে বিভিন্ন কম্পানির লোকজন আসছেন, দেখে যাচ্ছেন। বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় ও বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি। বাংলাদেশে এখনো পানিতে সোলার করা হয়নি। জমিতে সোলার করার চেয়ে পানির ওপর সোলার করা হলে ৫-৭ শতাংশ পর্যন্ত বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। স্থায়িত্ব জমি ও পানির ওপর একই। পানি ও মাছের কোনো ক্ষতি হয় না। এটি আগামী দিনের প্রযুক্তি। আমরা আশা করছি এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশে পানিতে সোলার করার উদ্যোগ শুরু হবে। ’চায়না ব্র্যান্ডের বিদ্যুৎসাশ্রয়ী ও সোলার পাম্প নিয়ে স্টল দিয়েছে লিও পাম্প বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘নতুন নতুন প্রযুক্তির বিদ্যুৎসাশ্রয়ী পাম্প নিয়ে এসেছি আমাদের প্রদর্শনীতে। সোলার পাম্পসহ সব ধরনের এসি ও ডিসি পাম্প রয়েছে আমাদের স্টলে। ’দেশীয় ব্র্যান্ড ওয়ালটন গৃহ ও করপোরেট অফিস, কনফারেন্স হল, হাসপাতাল, হোটেল-রেস্তারাঁসহ বিভিন্ন জায়গায় ব্যবহারের জন্য নানা মডেলের বিদ্যুৎসাশ্রয়ী এসি প্রদর্শন করেছে তাদের স্টলে। স্টলে কথা হয় প্রতিষ্ঠানটির সিনিয়র এডিশনাল ডিরেক্টর আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘প্রদর্শনীর প্রথম দিন থেকেই ওয়ালটনের স্টলে ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক ভিড়। কারণ আমরা এই প্রদর্শনীতে আমাদের নতুন নতুন প্রডাক্ট নিয়ে এসেছি। তাই ব্যাপক সাড়া পেয়েছি। ’

এসিআই মোটরস বাসাবাড়ি, হাসপাতাল, শিল্প-কারখানা, করপোরেট অফিসসহ বিভিন্ন জায়গায় ব্যবহারের জন্য ছোট-বড় জেনারেটর নিয়ে স্টল সাজিয়েছে। প্রতিষ্ঠানটির সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার মো. ইমরুল হাসান বলেন, ‘বর্তমানে চলমান লোডশেডিংয়ের কারণে বিকল্প উপায়ে বিদ্যুৎ উৎপাদন করতে ক্রেতারা প্রথম দিন থেকেই ভিড় করছে। অনেকে বুকিংও দিয়ে যাচ্ছে। মেলা উপলক্ষে ২০-৩০ হাজার টাকার ডিসকাউন্ট সুবিধা থাকায় ক্রেতারা কিনেও নিচ্ছে। গতকাল দুপুর পর্যন্ত ছয়টি জেনারেটর নগদ টাকায় বিক্রি হয়। ’গতকাল এসিআই মোটরস স্টলে রাজধানীর উত্তরা থেকে বাসাবাড়ির জন্য জেনারেটর দেখতে এসেছিলেন কৃষিবিদ ফিরোজ আলী। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এখন নিয়মিত জেনারেটর চালাতে হচ্ছে। আগের জেনারেটরটি পুরনো হওয়ায় জ্বালানি তেল লাগছে বেশি। তাই নতুন একটি জেনারেটর পছন্দ করে রেখেছি। খুব দ্রুতই কিনে ফেলব। ’প্রদর্শনীটির আয়োজক স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়জুল আলম বলেন, ‘এই প্রদর্শনীতে ১৪টি দেশের ১২০টি স্টল রয়েছে। গত তিন দিনে প্রচুর দর্শনার্থী এসেছিল। দর্শনার্থীদের উপস্থিতি দেখে আমি খুবই খুশি। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.