• সোমবার, ২০ মে ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ নওয়াপাড়া পৌর মেয়রের সুসজ্জিত নতুন অফিস উদ্বোধন অন-অনুমোদিত ও ভেজাল ইউনানী, আয়ুর্বেদিক কোম্পানির প্রাণঘাতী ঔষধে বাজার সয়লাব টানা চারবার চ্যাম্পিয়ন হয়ে ম্যান সিটির ইতিহাস দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু বাফুফের টি–টোয়েন্টি বিশ্বকাপ: ভারত–পাকিস্তান ফাইনাল দেখছেন কাইফ স্টার স্পোর্টসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রোহিত শর্মা অবশেষে ২০০ টপকে জিতল হায়দরাবাদ ফাঁস হওয়া ছবি নিয়ে যা বললেন পরিচালক নির্বাচন যে খুব সহজ কাজ নয়, সেটি টের পাচ্ছেন কঙ্গনা! প্রচণ্ড গরমেও আমরা মাথা ঠান্ডা রাখি… ২৫ দিন পর বাড়িতে ফিরলেন, কোথায় ছিলেন এই অভিনেতা? শূন্য থেকে বলিউডের শীর্ষে ভোটে জিতলে অভিনয়কে বিদায় জানাবেন কঙ্গনা শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেয়ে যা বললেন জায়েদ খান অভিনেত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

২০ বছর পর

বিনোদন ডেস্ক শেষ তাঁদের একসঙ্গে ‘রাজকুমারী’ গানটি গাইতে দেখা গিয়েছিল। তারপর দুজনের মধ্যে দেখা–সাক্ষাৎ হলেও একসঙ্গে গান করা হয়ে ওঠেনি। প্রায় ২০ বছর পর আবার একসঙ্গে দ্বৈত গান করলেন শওকত আলী ইমন ও আঁখি আলমগীর। গানটি নিয়ে খুশি এই দুই সংগীতশিল্পী। গানের শিরোনাম ‘কফির পেয়ালা’। গানের গীতিকবি আশিক মাহমুদ। আকাশ মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

জানা যায়, গানটির ভিডিও নির্মাণ করেছেন শিথিল রহমান। এতে মডেল হয়েছে আঁখি আলমগীর ও শওকত আলী ইমন। গানটি নিয়ে শওকত আলী ইমন বলেন, ‘আমরা একসঙ্গে এর আগেও বেশ কিছু গান করেছি। সেগুলো শ্রোতারা ভালোভাবে নিয়েছেন।

আঁখির সঙ্গে আমার গানের সমন্বয়টা দারুণ। ভক্তদের জন্য দুজনই চেষ্টা করেছি, ভালো একটি গান উপহার দেওয়ার। আমার বিশ্বাস, রোমান্টিক ধাঁচের গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

এর আগে আঁখি আলমগীর ও শওকত আলী ইমনকে দেখা যায় ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’সহ বেশ কিছু গান করতে। আগের গানগুলোর মতো এবারও তাঁরা আশাবাদী। এমনটাই জানান আঁখি আলমগীর।

তিনি বলেন, ‘এটি আমার খুব পছন্দের একটি গান। আমি যেমন চেয়েছি, গানটা ঠিক তেমনই হয়েছে। আমার মনের মতো আরও একটি গান বানিয়েছে ইমন। সেই সঙ্গে কণ্ঠও দিয়েছে সে। এ জন্য তাকে ধন্যবাদ। ভিডিওতে আমরা নিজেরাই পারফর্ম করেছি। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকেরা নিরাশ হবেন না।’ গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.