• রবিবার, ১৯ মে ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ সুষ্ঠ ভোটে ডিজিটাল পদ্ধতি দরকার  অভয়নগরে শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ অভয়নগরে সরকারীভাবে ধান চাল সংগ্রহের উদ্বোধন অভয়নগরে মেধা অন্বেষন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত অভয়নগরে দুদক কর্তৃক সততা স্টোরের অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ আশুলিয়া টু চান্দুরা চৌরাস্তা যানজটের দুর্ভোগ,,,  অভয়নগরে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানকে সংবর্ধনা যশোর গোয়েন্দা শাখা (ডিবি)অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশী মদ উদ্ধার সহ আটক -১ অভয়নগরে পায়রাহাট ইউনাইটেড কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি অর্জনে আনন্দ শোভাযাত্রা নড়াইলের ইউপি চেয়ারম্যান  মোস্তফা কামাল’কে গুলি করে হত্যাকান্ডের ঘটনায় আটক -৪ সুষ্ঠ ভোটে ডিজিটাল পদ্ধতি দরকার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় ছয় জনের মরদেহ উদ্ধার ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন মামুনুল হক যুক্তরাষ্ট্র সিরিজ খেলা হচ্ছে না তাসকিনের, বিকল্প ভাবনায় হাসান দুই সিনেমা নিয়ে ফিরছেন আফরান নিশো

ভালো ফলন-দামে ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা

নিজস্ব প্রতিবেদক : জেলার সাতটি উপজেলায় চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। সময়মতো বীজ, সার ও অন্যান্য উপকরণ পাওয়ায় এবার ভুট্টার বাম্পার ফলন হবে বলে জানিয়েছেন তারা। ভুট্টা চাষ প্রতিবছর নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় কৃষকরা তাদের জমিতে ব্যাপক হারে ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন। কৃষকরা তাদের পণ্যের সর্বোচ্চ উৎপাদন ও ন্যায্যমূল্য পাচ্ছেন।
সূত্র জানায়, জেলার সাতটি উপজেলাতেই দিন দিন জনপ্রিয় হচ্ছে ভুট্টা চাষ। এলাকায় প্রতিবছরই চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বিশেষ করে চরাঞ্চলের জমিতে ব্যাপকহারে ভুট্টার চাষ হচ্ছে, যা আগে ছিল অনাবাদি।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, ভুট্টা এখন জেলায় সবচেয়ে বেশি আবাদকৃত অর্থকরী ফসল। জেলার সাত উপজেলাতেই এর চাষ হচ্ছে। সহজ চাষ, কম সেচ এবং বাজারে প্রচুর চাহিদা ভুট্টা চাষের জনপ্রিয়তার প্রধান কারণ। ভুট্টার বহুমুখী ব্যবহারও ভুট্টা চাষের অন্যতম কারণ। সারা বছরই বাজারে ভুট্টা বিক্রি হয়। ভুট্টার সবুজ পাতা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ভুট্টার কাঠি গ্রামাঞ্চলে জ্বালানী হিসেবেও ব্যবহৃত হয়। অপরিপক্ক ভুট্টা গাছ গবাদি পশুর চারণ হিসেবে ব্যবহৃত হয়।
ঘিওর উপজেলার চর বাইলজুরী গ্রামের চাষি মনির উদ্দিন বলেন, এ বছর আমি পাঁচ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। প্রথমবার ভুট্টা তোলার পর দ্বিতীয়বার একই জমিতে ভুট্টা চাষ করবেন বলে জানান মুনির উদ্দিন। মুনির উদ্দিনের মতো অধিকাংশ ভুট্টা চাষি একই জমিতে দুবার ভুট্টা চাষ করেন। আগাম চাষ করা ভুট্টা ইতোমধ্যে পরিপক্ক হয়েছে এবং তা শিগগিরই কাটা শুরু হবে বলে জানান তিনি।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবু মোহাম্মদ এনায়েত উল্লাহ বলেন, এ বছর ভুট্টার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। জেলায় এক লাখ ৩১ হাজার ৪০ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে ১৫হাজার ৬০০ হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে। সে লক্ষ্যমাত্রা ইতোমধ্যে অর্জিত হয়েছে ও চাষ অব্যাহত রয়েছে। গত বছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.