• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ ফের আগ্রাসনের চেষ্টা করলে ইসরায়েলকে শক্তিশালী জবাবের হুঁশিয়ার ইরানের গাজায় এক গণকবরেই মিলল ৩০০ লাশ ইসরায়েলের গভীরে হামলার দাবি হিজবুল্লাহর বেনজীরের সম্পদ অনুসন্ধানে দুদক দুর্নীতির একটা সীমা থাকে, এটা সাগরচুরি বেনজীরের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট প্রভাবমুক্ত থেকে দুদককে অনুসন্ধান করতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই রেয়াত সুবিধা বাতিল, ঢাকা থেকে ১৫ রুটে যত বাড়ছে ট্রেনের ভাড়া চলমান তাপপ্রবাহ আরো কতদিন থাকবে, যা জানা গেল রংধনুর রফিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক বেনজীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান, অগ্রগতির প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন : হাইকোর্ট উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা

চার ফিফটিতে বাংলাদেশের বিশাল স্কোর

খেলাধুলা ডেস্ক অধিনায়ক তামিম ইকবাল, ওপেনার লিটন দাস, মুশফিকুর রহিম এবং তিন বছর পর দলে ফেরা এনামুল হক বিজয়ের দারুণ ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ২ উইকেটে ৩০৩ রানের বড় স্কোর গড়েছে বাংলাদেশ। একাদশের প্রথম চারজনই পূরণ করেছেন ফিফটি। ২০১৩ সালের পর কোনো ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে হারাতে পারেনি জিম্বাবুয়ে। টানা ১৯ ম্যাচ জিতেছে বাংলাদেশ।আজ জিতলে সংখ্যাটা হবে ২০।জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ওপেনিং জুটি একশ ছাড়িয়ে গেছে। হারারে ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হয়েছিল ধীরগতির। দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস সতর্ক ব্যাটিং করছিলেন। হারারের উইকেটে হালকা মুভমেন্ট আছে। বাঁহাতি পেসার এনগারাভা সেটি কাজে লাগিয়ে সমস্যায় ফেলছেন তামিমকে। অভিষিক্ত আরেক পেসার নিয়াউচিও যথেষ্ট ভালো বোলিং করছেন। ১০ ওভারে এই জুটি ৫১ রান তুলে ফেলে। যা তামিম-লিটনের ৭ম পঞ্চাশোর্ধ পার্টনারশিপ।২৩.১ ওভারে দলের স্কোর তিন অংক স্পর্শ করে। ৭৯ বলে ফিফটি তুলে নেন তামিম ইকবাল। জুটি যখন তরতর করে এগিয়ে যাচ্ছে, তখনই ছন্দপতন। সিকান্দার রাজার বলে ক্যাচ দিয়ে বিদায় নেন ৮৮ বলে ৯ চারে ৬২ রান করা তামিম। ১১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এর মাঝেই পূরণ হয় ওয়ানডেতে তামিমের ৮ হাজার রান। ৩০তম ওভারে ওয়েলিংটন মাসাকাদজাকে তিন বাউন্ডারি মেরে ক্যারিয়ারের ৭ম ফিফটি তুলে নেন লিটন কুমার দাস। এরপর এগিয়ে যেতে থাকেন তিন অংকের দিকে।তিন বছর পর ওয়ানডে দলে ফেরা এনামুল হক বিজয়ের সঙ্গে তার জুটি পঞ্চাশ ছাড়িয়ে যায়। কিন্তু সেঞ্চুরির খুব কাছে গিয়ে মাসলে টান লাগে লিটনের। মাঠে শুশ্রুষা করেও লাভ হয়নি। রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার আগে তার সংগ্রহ ৮৯ বলে ৮১। ৩৭.৫ ওভারে বাংলাদেশের স্কোর দুইশ ছাড়িয়ে যায়। তিন বছর পর ওয়ানডেতে ফিরে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন এনামুল হক বিজয়। মিল্টন শুম্বাকে ডাউন দ্য উইকেটে ছক্কা মেরে ৪৮ বলে তিনি পঞ্চাশ পূরণ করেন।এরপর এনামুল বেশ আগ্রাসী হয়ে ওঠেন। তার ৬২ বলে ৬ চার ৩ ছক্কায় ৭৩ রানের চমৎকার ইনিংসটি শেষ হয় ভিক্টর নিয়াউচির বলে মুসকান্দার তালুবন্দি হয়ে। ফিফটি পূরণ করেন মুশফিকুর রহিমও। ক্যারিয়ারের ৪২ নম্বর ফিফটি তুলে নিতে তিনি খেলেন ৪৮ বল, হাঁকান ৫টি বাউন্ডারি।   নির্ধারিত ৫০  ওভারে বাংলাদেশ তোলে ২ উইকেটে ৩০৩ রান।   মুশফিক ৫২* আর মাহমুদউল্লাহ ২০* রানে অপরাজিত থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.