• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ ‘বিরসকাব্য’ হয়ে যায় ‘বউয়ের জ্বালা’! নাটকের উদ্ভট নাম নিয়ে মোশাররফ করিমের হতাশা ইয়াশ রোহানের প্রিয় অভিনেতা সেদিন টি–শার্ট পরে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন ইরফান বরাবরই আমরা রবীন্দ্রনাথের কাছে ফিরি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন এমিলি ভেবেছিলাম মরেই যাব, প্রতিদিন ৩০ ওষুধ ও ইনজেকশন নিতে হয়েছে : মৌনি রায় তবে কি অন্তঃসত্ত্বা দীপিকার সংসারে ভাঙনের সুর? সমরেশ মজুমদারের প্রয়াণ দিবস শাহিদ-কারিনার সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইমতিয়াজ আলি নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ অ্যাম্বুলেন্সে এসে ভোট দিলেন অসুস্থ বৃদ্ধ পাকুন্দিয়ায় জাল ভোট দেওয়ায় তিন জনকে সাজা বগুড়া শহর আবারও ইজিবাইক-অটোরিকশার দখলে সখীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কোথাও কোনো সংকট থাকবে না: নঈম নিজাম

বিশেষ প্রতিনিধি আমরা ঐক্যবদ্ধভাবে নাঙ্গলকোটের উন্নয়ন করব। কোথাও কোনো সংকট থাকবে না। কোনো সিন্ডিকেট থাকবে না। প্রতিটি উন্নয়নের হিসাব থাকবে। বুধবার (৩ এপ্রিল) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম উপরোক্ত কথাগুলো বলেন। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচন নিয়ে এমপিদের হস্তক্ষেপ চলবে না। নাঙ্গলকোটের জনগণকে বলতে চাই, আগামী ৮ মে অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে। তিনি বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক আবু, উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান ভূঁইয়া বাছির, মৌকরা ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন আলমগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তৌহিদুর রহমান মজুমদার, নাঙ্গলকোট পৌরসভার কাউন্সিলর জহির উল্লাহ মজুমদার সুমন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম। ইফতার মাহফিল ও আলোচনা সভা বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে জনসভায় রূপ নেয়।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.